বগুড়া: বগুড়া ধুনটে যমুনা নদীতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। উজানের ঢলে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়েনের শহড়াবাড়ী স্পার এলাকায় প্রায় সাড়ে ৩০০ মিটার ভেঙে গেছে। আকস্মিক এই ভাঙনে ব্যবসা প্রতিষ্ঠান, গাছপালা এবং প্রায় ৬০ বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
ভাঙন আতঙ্কে তীরবর্তী মানুষ এখন দিশেহারা। নিরাপদ স্থানে বাড়িঘর সরিয়ে নিচ্ছেন তারা। এছাড়া ভাঙন এলাকায় ২০০৩ সালে স্থানীয় এমপি গোলাম মো. সিরাজকে সঙ্গে নিয়ে একটি পাকুড়গাছ রোপন করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সেই স্মৃতিবিজড়িত পাকুড় গাছটিও নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় যমুনা নদীর তীরবর্তী বাঁধে অবাধে বালু উত্তলোন করা হয়েছে। ফলে এই এলাকায় যমুনা রাক্ষসীরূপ ধারণ করে। বছরের পর বছর অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণেই ভাঙনের কবলে পড়েছে এলাকাবাসী।
এদিকে ভাঙনরোধে জিও ব্যাগ ফেলে তীর সংরক্ষণের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। স্থানীয় সাবেক সংসদ সদস্য গোলাম মো. সিরাজের পুত্র আসিফ সিরাজ রব্বানী যমুনা নদী ভাঙনরোধে স্থায়ীভাবে বাঁধ নির্মানের জন্য এলাকাবাসীদের নিয়ে মানববন্ধন করেছেন।
জানা যায়, গত কয়েক দিনে উজান থেকে নেমে আসা পানির চাপ হঠাৎ বেড়ে যায়। এতে যমুনার পানি বৃদ্ধি পেয়ে ভাঙন তীব্র আকার ধারণ করে। গত বৃহস্পতিবার ভাঙনের তীব্রতা আরও বেড়ে যায়। গত দুই দিনে যমুনা নদীতে পানি বেড়েছে প্রায় ১০০ সেন্টিমিটার। তীব্র স্রোতের কারণে ঘূর্ণিবর্ত সৃষ্টি হয়ে নদীপাড়ে আঘাত হানছে।
গত বুধবার ধুনটের শহড়াবাড়ি স্পার এলাকায় প্রায় সাড়ে ৩০০ মিটার যমুনা নদীতে তলিয়ে যায়। এতে ব্যবসাপ্রতিষ্ঠান, গাছপালা ও চাষযোগ্য জমি বিলীন হয়। ভাঙন আতঙ্কে তীরবর্তী ব্যবসা প্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি বাড়িঘরের আসবাবপত্র সরিয়ে নিয়েছেন স্থানীয়রা। এছাড়া ভাঙ্গনে চারটি দোকান ও প্রায় ৬০ বিঘা ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়। একই সঙ্গে বিলীন হয়ে যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লাগানো স্বপ্নের পাকুড় গাছটি।
স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের ফলে ভাঙনের কবলে পড়েছে এলাকাবাসী। তারা বলেন, নির্দিষ্ট স্থান ছাড়া দীর্ঘদিন ধরে যত্রতত্র বালু উত্তোলন করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতারা। বালুমহাল বাদ দিয়ে অপরিকল্পিতভাবে যেখানে সেখানে থেকে বালু উত্তোলন করার কারণে ভাঙনের কবলে পড়তে হচ্ছে প্রতিবছর। এদিকে ভাঙনরোধে গত বৃহস্পতিবার সকাল থেকে ভাঙন এলাকায় বগুড়া পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ও টিউব ফেলার কাজ শুরু করেছে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ড জানায়, হঠাৎ পানি বাড়ার কারণে শুধু ধুনটের শহরাবাড়ী নয়, আশেপাশের বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। তিন উপজেলায় প্রায় ৮ কিলোমিটারজুড়ে ভাঙন দেখা গেছে। ভাঙন মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ড তীর রক্ষায় কাজ করছে। বালু ভর্তি জিও বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে।
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসিফ সিরাজ রব্বানী জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীরা জোর করে এই এলাকায় বালু উত্তোলন করে যমুনা তীর ধ্বংস করেছেন। ফলে শহরাবাড়ী ঘাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পাকুড় গাছও নদীগর্ভে তলিয়ে যায়। তিনি এই এলাকায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল হক জানান, উজানের ঢলে গত দুই দিনে যমুনা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। ফলে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনরোধে জিও ব্যাগ ফেলে অস্থায়ীভাবে কাজ শুরু করা হয়েছে। তবে স্থায়ীভাবে ভাঙন রক্ষার্থে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে এখানে সিসি ব্লক দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণ করা সম্ভব হবে।