Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সচিবের নাম ভাঙিয়ে প্রতারণা: পিএসসির সতর্কবার্তা

স্টাফ করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৫ ১৯:৫৫

পিএসসি সচিব মো. আবদুর রহমান তরফদার।

ঢাকা: পিএসসি সচিব মো. আবদুর রহমান তরফদারের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা চলছে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

রোববার (১২ অক্টোবর) বিকেলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস.এম. মতিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারের নাম ও ছবি ব্যবহার করে একটি হোয়াটস অ্যাপ নম্বর (০১৬০৯১৩৬৫৫৭) থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণার উদ্দেশ্যে যোগাযোগ করা হচ্ছে বলে দৃষ্টিগোচর হয়। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।

বিজ্ঞাপন

উক্ত বিষয়ে সকলকে সাবধানতা অবলম্বনের জন্য অনুরোধ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর