ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের টাইফয়েড জ্বর থেকে সুরক্ষায় শুরু হয়েছে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫।’ রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে সারা দেশের মতো এই জেলাতেও আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া। তিনি বলেন, ‘টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। সকল শিশুকে এই রোগ থেকে সুরক্ষিত রাখতে টিকার বিকল্প নেই। অভিভাবকদের সচেতন হতে হবে, তাহলেই আমরা প্রতিটি শিশুকে সুস্থ ভবিষ্যৎ উপহার দিতে পারব।’
এই টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী, ড্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিশু কনসালটেন্ট ডা. মো. আকতার হোসাইন, সহকারি পরিচালক ডা. শাখাওয়াত হোসেন, আবাসিক চিকিৎসক ডা. সোহেল রানা, এসআইএমও ডা. শুভল চন্দ্র সাহা, নার্সিং সুপারভাইজার মমতাজ বেগম ও জাকির হোসেন, জেলা সদর হাসপাতাল কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মো. আব্দুল মোমেন, সিনিয়র সহসভাপতি মো. সালাউদ্দিন, ওয়ার্ড মাস্টার আনোয়ার হোসেন ও এনামুল হকসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দ।
সিভিল সার্জন আরও বলেন, ‘টাইফয়েড থেকে সুরক্ষার সর্বোত্তম উপায় হলো টিকাদান। তাই প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে সবাইকে একযোগে কাজ করতে হবে।’