Sunday 12 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ন্যাম মন্ত্রী পর্যায়ের সভায় যোগ দিতে উগান্ডা সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৫ ২২:০৮ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ০০:২৮

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি: সারাবাংলা

ঢাকা: উগান্ডার রাজধানী কাম্পালায় জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৯তম মধ্যবর্তী মন্ত্রী পর্যায়ের পর্যালোচনা সভায় যোগ দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) শুরু হতে যাওয়া সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে তিনি বাংলাদেশ ছেড়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ১৩-১৬ অক্টোবর কাম্পালায় ন্যামের ১৯তম মধ্যবর্তী মন্ত্রী পর্যায়ের পর্যালোচনা সভা হবে। এতে বাংলাদেশের প্রতিনিধিদল অংশগ্রহণ করবে। সভায় পররাষ্ট্র উপদেষ্টা প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তিনি ন্যামের মন্ত্রী পর্যায়ের সভার যোগ দিতে রোববার (১২ অক্টোবর) উগান্ডার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ন্যামের সভায় যোগ দিতে উপদেষ্টা এদিন বিকেলে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে উগান্ডার উদ্দেশে যাত্রা করেছেন। তিনি কাম্পালায় যাওয়ার পথে ইথিওপিয়ার আদ্দিস আবাবায় যাত্রাবিরতি করবেন এবং আগামীকাল সোমবার বাংলাদেশ দূতাবাসে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

সব আনুষ্ঠানিকতা শেষে কাম্পালায় গিয়ে ন্যামের মন্ত্রী পর্যায়ের পর্যালোচনা সভায় যোগ দেবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর