ঢাকা: ৪র্থ সাবমেরিন ক্যাবলে যুক্ত হতে সিঙ্গাপুরের সঙ্গে কথা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিভাগের দায়িত্ব প্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব।
রোববার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, চতুর্থ সাবমেরিন ক্যাবল স্থাপনের বিষয়ে আমরা সিঙ্গাপুর সরকারকে আমাদের আগ্রহের কথা জানিয়েছি। তারা এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে। আমরা সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্ত হয়ে চতুর্থ সাবমেরিন ক্যাবলে যুক্ত হওয়ার চেষ্টা করছি।
তিনি বলেন, বিষয়টি ইতোমধ্যে সিঙ্গাপুর দূতাবাস এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে।
তিনি আরও বলেন, “১৭ হাজার জিবিপিএস সক্ষমতার তৃতীয় সাবমেরিন ক্যাবল ২০২৬ সালের মাঝামাঝি বা শেষ নাগাদ বাণিজ্যিক কার্যক্রমে আসবে। আমরা আমাদের অংশের জন্য ওই তৃতীয় ক্যাবলে যুক্ত হওয়ার ফাইনাল চুক্তি সম্পন্ন করেছি।”
প্রসঙ্গত, ২০২১ সালে দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপনের কাজ শুরু করে গত সরকার। ক্যাবলটি কক্সবাজার থেকে একদিকে সিঙ্গাপুর ও অন্যদিকে ফ্রান্স পর্যন্ত বিস্তৃত হবে। কোর ক্যাবলের মাধ্যমে সিঙ্গাপুর, ভারত, জিবুতি ও ফ্রান্সের ডাটা সেন্টারের সঙ্গে সংযুক্ত হওয়া সম্ভব হবে। ৬৯৩ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৪ সালের জুনে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় চলতি বছরের জুন পর্যন্ত।