ফরিদপুর: ফরিদপুর শহরের লক্ষীপুর রেলবস্তি এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এক হাজার পিস ইয়াবা ও হেরোইনসহ আরজু আক্তার (২৪) নামে এক নারীকে আটক করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ অভিযান চালানো হয়। আটক আরজু ওই এলাকার রিয়াজ শেখের স্ত্রী ও স্থানীয়ভাবে ‘মাদক সম্রাজ্ঞী’ খ্যাত সাহিদা বেগমের মেয়ে।
ফরিদপুর কোতোয়ালী থানার উপ-পরিদর্শক আহাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে বাড়িটি ঘিরে ফেলে। এরপর অভিযান চালিয়ে পাঁচটি প্যাকেটে রাখা এক হাজার ইয়াবা, হেরোইন ও মাদক বিক্রির ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে হেরোইনের পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, মাদক বিক্রির আরও ৪ লাখ লেনদেনের তথ্যের প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।