ঘরের মাঠে শেষ মুহূর্তে গোল হজম করে স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের। এশিয়ান কাপ বাছাইপর্বের ফিরতি লেগের ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন হংকংয়ে। তবে হংকংয়ে গিয়ে খানিকটা বিপাকে পড়েছেন হামজা চৌধুরীরা। মিডফিল্ডার সোহেল রানার অভিযোগ, অনুশীলনের জন্য খুবই বাজে মাঠ পেয়েছেন তারা।
দুদিন আগেই হংকংয়ে পা রেখেছেন হামজা-জামালরা। তবে সেখানে পৌঁছে খুব একটা স্বস্তিতে নেই বাংলাদেশ দল। প্রস্তুতির জন্য যে মাঠ তারা পেয়েছেন, এর মান নাকি একেবারেই ভালো নয়। হোটেল থেকে তিসিং ই স্পোর্টস গ্রাউন্ডে যাওয়ার দূরত্বও অনেক বেশি।
হংকং থেকে এক বার্তায় সোহেল রানা অবশ্য জানালেন, অনেক প্রতিবন্ধকতা থাকলেও ইতিবাচক মনোভাব নিয়েই মাঠে নামবেন তারা, ‘এই বিষয়গুলোর মুখোমুখি যে আমাদের হতে হবে, সেই মানসিকতা নিয়েই আমরা এসেছি। কাল আমাদের অনুশীলনের জন্য যে মাঠ দিয়েছিল, হোটেল থেকে প্রায় এক ঘণ্টার বেশি সময় লেগেছিল সেখানে যেতে। আর মাঠের কথা কী বলব, খুব বাজে মাঠ ছিল।’
মাঠের বেহাল দশা হলেও হতাশ হতে রাজি নন সোহেল, ‘এটার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম যে, ওরা আমাদের সাথে এটা করবে। আজকেও একই মাঠ দিয়েছে। যে মাঠে ট্রেনিং করছি, একই অবস্থা। অবশ্য আমরা এই বিষয়গুলো খেলার সাথে গুলিয়ে ফেলতে চাচ্ছি না। ওরা মাঠের বাইরে আমাদের সাথে যা কিছুই করুক, আমরা সে প্রস্তুতি নিয়েই এসেছি।’
হংকংয়ের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টায় আছে বাংলাদেশ, জানালেন সোহেল, ‘বাংলাদেশে ম্যাচ খেলার পর আমাদের আসলে এখানে এসে রিকভারি সেশন হেচ্ছে। আমাদের লক্ষ্য এখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া। পরের ম্যাচ আমরা কিভাবে খেলব, আগের ম্যাচের ভুলগুলোর পুনরাবৃত্তি যেন না হয়, এগুলো নিয়ে কাজ করছি, এদিকেই আমাদের মনোযাগ। দেশে আমরা হংকংয়ের সাথে যে ম্যাচ খেলেছি, আমাদের আত্মবিশ্বাস আছে আমরা ওদের হারাতে পারব। ইনশাল্লাহ, আমরা ম্যাচটা জিততে চাই।’
আগামী ১৪ অক্টোবর হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এই মুহূর্তে ৩ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে আছেন তারা। মূল পর্বের আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই হামজাদের সামনে।