Monday 13 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেক্সিকোতে টানা ভারী বৃষ্টিতে বন্যা, ৪৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫ ১০:০৭ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১১:১৭

মেক্সিকোর বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা। ছবি: সংগৃহীত

মেক্সিকোর বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট প্রবল বন্যায় অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে এবং আরও ২৭ জন এখনো নিখোঁজ রয়েছেন।

শনিবার (১১ অক্টোবর) মেক্সিকোর জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (সিএনপিসি) জানায়, প্রবল বৃষ্টিপাতে ভেরাক্রুজ, পুয়েবলা, হিদালগো, কুয়েরেতারো ও সান লুইস পোতসি রাজ্যে মারাত্মক বন্যা দেখা দিয়েছে।

প্রাথমিক হিসেব অনুযায়ী, এসব এলাকায় অন্তত ৪৪ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। নিখোঁজদের উদ্ধারে উদ্ধারকারী দলগুলো দিনরাত কাজ করছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পাঁচ রাজ্যের গভর্নরদের সঙ্গে জরুরি ত্রাণ কার্যক্রমের সমন্বয় করেন। বৈঠক শেষে তিনি জানান, কোনো ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা ছাড়া রাখা হবে না। রাস্তা খুলে দিতে ও ত্রাণ বিতরণে সহায়তা করতে ফেডারেল সরকারের টিম ও কর্মকর্তা-কর্মচারীদের ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বন্যায় হাজারও মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিকে মেক্সিকোর অন্যতম ভয়াবহ বন্যা হিসেবে দেখা হচ্ছে।

পাহাড়ি ঢলে ভূমিধস ও নদীর পানি উপচে পড়ার কারণে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। অনেক এলাকায় এখনো ভারী বৃষ্টি হচ্ছে এবং মহাসড়ক, রাস্তা ও ঘরবাড়ি পানিতে ডুবে আছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর