ঢাকা: রাজধানীর ফার্মগেট ও রাজাবাজার এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আরিফুর রহমান হৃদয়কে স্থানীয়রা ধাওয়া দিয়ে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।
রোববার (১২ অক্টোবর) রাতে ফার্মগেট ও রাজাবাজারে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
গ্রেফতার হৃদয় পিরোজপুর জেলা নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কর্মী।
জানা যায়, রাত সাড়ে ১০টার পর ফার্মগেট এলাকায় হঠাৎ বিকট শব্দ হয়। এতে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর মোটরসাইকেল আরোহী তিনজন দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাদের ধাওয়া দিলে তারা রাজাবাজারের ভেতর লুকানোর সময় আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
এবিষয়ে শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাউল হক বলেন, রাত ১০টা ৭ মিনিটে কারওয়ান বাজার দিক থেকে আসা তিন আরোহীর একটি মোটরসাইকেল ফার্মগেট ফুটওভার ব্রিজের নিচে এসে একটি ককটেলটি বিস্ফোরণ ঘটায়। এরপর পুলিশ ও স্থানীয়রা ধাওয়া দিলে তারা রাজাবাজারের মসজিদ গলিতে গিয়ে আরও দুটি ককটেল বিস্ফোরণ করে মোটরসাইকেলসহ দুইজন পালিয়ে যাওয়ার সময় একজনকে হাতেনাতে আটক করা হয়।
তিনি বলেন, আটক আরিফুর রহমান হৃদয় পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি অনিকের অনুসারী বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ককটেলের অংশবিশেষ ও বিস্ফোরণের আলামত উদ্ধার করেছে। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।