Monday 13 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফার্মগেট-রাজাবাজারে ককটেল বিস্ফোরণ, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৫ ১১:০৭ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১৩:২৫

আরিফুর রহমান হৃদয়।

ঢাকা: রাজধানীর ফার্মগেট ও রাজাবাজার এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আরিফুর রহমান হৃদয়কে স্থানীয়রা ধাওয়া দিয়ে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।

রোববার (১২ অক্টোবর) রাতে ফার্মগেট ও রাজাবাজারে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

গ্রেফতার হৃদয় পিরোজপুর জেলা নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কর্মী।

‎জানা যায়, রাত সাড়ে ১০টার পর ফার্মগেট এলাকায় হঠাৎ বিকট শব্দ হয়। এতে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর মোটরসাইকেল আরোহী তিনজন দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাদের ধাওয়া দিলে তারা রাজাবাজারের ভেতর লুকানোর সময় আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

বিজ্ঞাপন

‎এবিষয়ে শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাউল হক বলেন, রাত ১০টা ৭ মিনিটে কারওয়ান বাজার দিক থেকে আসা তিন আরোহীর একটি মোটরসাইকেল ফার্মগেট ফুটওভার ব্রিজের নিচে এসে একটি ককটেলটি বিস্ফোরণ ঘটায়। এরপর পুলিশ ও স্থানীয়রা ধাওয়া দিলে তারা রাজাবাজারের মসজিদ গলিতে গিয়ে আরও দুটি ককটেল বিস্ফোরণ করে মোটরসাইকেলসহ দুইজন পালিয়ে যাওয়ার সময় একজনকে হাতেনাতে আটক করা হয়।

‎তিনি বলেন, আটক আরিফুর রহমান হৃদয় পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি অনিকের অনুসারী বলে জানা গেছে। ‎পুলিশ ঘটনাস্থল থেকে ককটেলের অংশবিশেষ ও বিস্ফোরণের আলামত উদ্ধার করেছে। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।