Monday 13 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবি ছাত্রদল নেতা মামুন আজীবনের জন্য বহিষ্কার

চবি করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৫ ১১:৫০ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১৩:২৫

মামুন উর রশিদ মামুন।

চট্টগ্রাম ব্যুরো: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্বে অবহেলার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামুন উর রশিদ মামুনকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আজীবনের জন্য বহিষ্কার করেছে।

শনিবার (১২ অক্টোবর) রাতে কেন্দ্রীয় দফতর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক মামুন উর রশিদের বিরুদ্ধে আনা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ বহিষ্কারাদেশ অনুমোদন করেন। একইসঙ্গে সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ছাত্রদলের একটি সূত্র থেকে জানা গেছে, মামুন আওয়ামী আমলে জেল-জুলুম ও নির্যাতনের মাঝেও লড়াই করে ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিলেন। আসন্ন চাকসু নির্বাচনে দলীয় প্যানেলে মামুনের অনুসারী বেশকিছু ত্যাগী নেতা পদ না পাওয়ায় স্বতন্ত্র কিছু পদে সমর্থন দিয়েছেন তিনি।

৫ আগস্টের পরে নতুন ছাত্রদল করা কর্মীদের ছাত্রদলের প্যানেলে জায়গা হলেও ত্যাগীদের জায়গা হয়নি। ছাত্রদলের বেশকিছু নেতা কর্মী স্বতন্ত্র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের পাশে দাঁড়ানোর জন্যই তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানায় সূত্রটি।

তবে এ বিষয়ে জানতে চাইলে চবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামুন উর রশিদ মামুনকে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।

সারাবাংলা/এমআর/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর