Monday 13 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় ৭ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫ ১২:৪৩ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১৩:২৫

মুক্ত জিম্মিদের ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হচ্ছে।

গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে শুরু করেছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন। এরইমধ্যে সাত জিম্মিকে আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রসের কাছে হস্তান্তরের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হয়েছে।

স্থানীয় সময় সোমবার (১৩ অক্টোবর) সকাল ৮টার দিকে সাতজনকে আন্তর্জাতিক রেডক্রসের হাতে তুলে দিয়েছে তারা।

সাত জিম্মির মুক্তির খবরে তেল আবিবের ‘হোস্টেজ স্কয়ারে’ জমায়েত হওয়া হাজারো ইসরায়েলি উল্লাসে ফেটে পড়েন। চুক্তির অংশ হিসেবে ইসরায়েলের বিভিন্ন কারাগারে আটক হাজারো ফিলিস্তিনি মুক্তি পাবেন।

বিজ্ঞাপন

এর আগে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, সকল জীবিত জিম্মি ও মরদেহ হাতে না পাওয়া পর্যন্ত তিনি ফিলিস্তিনিদের মুক্তি দেবেন না।

এদিকে গাজা শান্তি সম্মেলনে যোগ দিতে মিশরের শার্ম এল-শেখ শহরের উদ্দেশে রওনা হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে গাজার ভবিষ্যত ও টেকসই শান্তি প্রতিষ্ঠাসহ অন্যান্য বিষয় নিয়ে ওই সম্মেলনে বিশ্বনেতারা আলোচনা করবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর