Monday 13 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাশকতার মামলায় অব্যাহতি পেলেন মির্জা আব্বাস দম্পতি

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৫ ১২:৫০ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১৩:২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী বিএনপি নেত্রী আফরোজা আব্বাস। ছবি: সংগৃহীত

ঢাকা: নির্বাচনী প্রচারণার সময় করা নাশকতা, হামলা ও ভাঙচুরের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী বিএনপি নেত্রী আফরোজা আব্বাসকে অব্যাহতি দিয়েছেন আদালত।

সোমবার (১৩ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ আদালতে অভিযোগ অস্বীকার করে মামলায় অব্যাহতির আবেদন করেন তাদের আইনজীবীরা। শুনানি শেষে অভিযোগের কোনো প্রমাণ না পাওয়ায় আদালত অব্যাহতির আদেশ দেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০১৮ সালে জাতীয় নির্বাচনের সময় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল নিয়ে যাচ্ছিলেন মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। ঘটনাস্থলে ভাঙচুর ও নাশকতার অভিযোগে পল্টন থানায় মামলা দায়ের করে পুলিশ।

বিজ্ঞাপন

আদালতের রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় মির্জা আব্বাস বলেন, “আমাদের বিরুদ্ধে দায়ের করা এসব মামলা রাজনৈতিক প্রতিহিংসার ফল। আদালত সত্য উদঘাটন করেছে। আমরা চাই, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সব প্রতিহিংসামূলক মামলা দ্রুত নিষ্পত্তি হোক।”

সম্প্রতি বিএনপির আরও কয়েকজন শীর্ষ নেতা পুরোনো মামলায় অব্যাহতি বা খালাস পেয়েছেন। গত ৩০ সেপ্টেম্বর সাবেক এমপি সেলিম ২৪ বছর পর একটি মামলা থেকে অব্যাহতি পান। এছাড়া গত ৫ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় খালাস পেয়েছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের প্রাক্কালে বিএনপি নেতাদের বিরুদ্ধে পুরোনো মামলাগুলোর নিষ্পত্তি রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা বহন করছে। বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে দলীয় প্রার্থীদের আইনি ঝামেলা দূর হওয়া বিএনপির জন্য স্বস্তির বিষয় বলে মনে করছেন তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর