চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মেরামতের সময় শীততাপ নিয়ন্ত্রক মেশিন (এসি) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন দগ্ধ হয়েছেন।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টার দিকে হাসপাতালের তৃতীয় তলায় ৩৩ নম্বর ওয়ার্ড প্রসূতি বিভাগে বিস্ফোরণের এ ঘটনা ঘটেছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে জানান, দগ্ধ তিনজন এসি মেকানিক। তারা বিকল এসি মেরামতের কাজ করছিলেন। এ সময় হঠাৎ সেটি বিস্তারিত হলে রোগী, দর্শনার্থীসহ সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণে দগ্ধ তিনজনের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। আহত আরেকজন সামান্য দগ্ধ হয়েছেন। তাকে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।