Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত প্রতিনিধিদের সঙ্গে ইসির বৈঠক

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৫ ১৩:১৯ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১৫:১১

প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক বাংলাদেশ জামাতে ইসলামীর প্রতিনিধি দল।

ঢাকা: ‎নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামাতে ইসলামীর প্রতিনিধি দল। সোমবার (১৩ অক্টোবর) বেলা ১২টার পরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব এই বৈঠকে উপস্থিত রয়েছেন।

‎এ বৈঠকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ মো. আব্দুল্লাহ তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে এএইচ এম হামিদুর রহমান আযাদ, এডভোকেট জসিম উদ্দিন সরকার, মতিউর রহমান আকন্দ অংশ নেন।

‎জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের সার্বিক প্রস্তুতি সহ জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে দলের আলোচনার প্রেক্ষিতে নানা সুপারিশও ইসির এ আলোচনায় উঠে আসবে।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

আরো