ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মাঝে রাজধানীর নিউ মার্কেট সংলগ্ন এলাকায় পালটাপালটি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ সংঘর্ষে বিস্ফোরণের শব্দও শোনা গেছে। তবে, সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক দেখা গেছে এবং শাহনেওয়াজ হলের সামনে পুলিশের উপস্থিতি দেখা গেছে।
সোমবার (১৩ অক্টোবর) সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে ,সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে, ঢাকা কলেজ ও শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে, রোববার (১২ অক্টোবর) মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন চারুকলা অনুষদের শিক্ষার্থীদের জন্যে নির্ধারিত শাহনেওয়াজ হলের সামনে এ ঘটনা ঘটে।
শাহনেওয়াজ হলের শিক্ষার্থীরা বলেন, ‘রাতে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী হলের ফটকের সামনে থাকা দোকানগুলো উচ্ছেদের চেষ্টা করে এবং কয়েকটি দোকান ভাঙচুর করে। আমাদের শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে তারা আমাদের ওপর হামলা চালায় এবং পরে আরও লোকজন নিয়ে ফিরে এসে হলের দিকে ইটপাটকেল ছোড়ে ও হলের সামনে তিনটি বিস্ফোরণ ঘটায়।’
নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) জাহাঙ্গীর আলম এ বিষয়ে বলেন, “শাহনেওয়াজ হলের সামনে কয়েকটি দোকান রয়েছে। ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী সেখানে গিয়ে দোকানগুলো সরানোর চেষ্টা করে। এ সময় হকারদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। পরে শাহনেওয়াজ হলের শিক্ষার্থীরা ঘটনাস্থলে এলে তাদের সঙ্গেও বাকবিতণ্ডা হয়, যা সংঘর্ষে রূপ নেয়। এতে দু-তিনজন সামান্য আহত হয়েছেন।”
তিনি বলেন,”ককটেল বিস্ফোরণ বলা যাবে না, পটকা ফুটানোর মতো আওয়াজ হয়েছে।”
তিনি আরও বলেন, “আজ ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে-বিপক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে বিক্ষোভ কর্মসূচি আছে। এ কর্মসূচি ও গতকালকের ঘটনা সবমিলিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা কলেজ ও শাহনেওয়াজ হলের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”