ঢাকা: জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, অবিলম্বে সনদের বাস্তবায়ন ও গণহত্যাকারীদের বিচারসহ বিভিন্ন দাবিতে রাজধানীর সচিবালয়ের সামনে বিক্ষোভ করছেন ‘আমরা জুলাই যোদ্ধা’ নামের একটি সংগঠন।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টা থেকে শাহবাগে উপস্থিত হতে থাকেন বিক্ষোভকারীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী জাদুঘরের সামনে জড়ো হতে শুরু করেন তারা।
পরে সেখান থেকে সচিবালয়ের ৫ নম্বর গেটের সামনে গিয়ে তারা অবস্থান নেন। নিজেদের অবদানের পাশাপাশি ন্যায্য দাবিগুলো তুলে ধরেন জুলাই যোদ্ধারা। এ সময় পুলিশ তাদের বাধা দেয়।
এদিকে, বিক্ষোভকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রকৃতকর ঘটনা মোকাবিলায় মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সচিবালয়ের আশপাশের এলাকার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিক্ষোভকারীদের একটি স্মারকলিপি পেশ করার কথা রয়েছে বলে জানিয়েছেন জুলাই যোদ্ধা সংসদের সদস্যরা।