Monday 13 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সচিবালয়ের সামনে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৫ ১৪:৩৪ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১৬:৩৩

সচিবালয়ের সামনে বিক্ষোভকারীরা, সতর্ক অবস্থানে পুলিশ। ছবি: সারাবাংলা

ঢাকা: আজ শাহবাগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন জুলাই যোদ্ধারা। তাদের এ কর্মসূচি শাহবাগ জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে সচিবালয় পর্যন্ত এসে অবস্থান নেয়। সচিবালয়ের সামনে এলে পুলিশ তাদের বাধা দেয়।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টা থেকে শাহবাগে উপস্থিত হতে থাকেন মানববন্ধনকারীরা এবং পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী জাদুঘরের সামনে জড়ো হতে শুরু করেন জুলাই যোদ্ধারা।

পরে সচিবালয়ের ৫ নম্বর গেটের সামনে বিক্ষোভ মিছিল নিয়ে যান তারা। সেখানে নিজেদের অবদানের পাশাপাশি ন্যায্য দাবিসমূহ তুলে ধরেন জুলাই যোদ্ধারা। এ সময় পুলিশ বাধা দেয় তাদের।

এদিকে, বিক্ষোভকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রকৃতকর ঘটনা মোকাবিলায় মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সচিবালয়ের আশপাশের এলাকার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিক্ষোভকারীদের একটি স্মারকলিপি পেশ করার কথা রয়েছে বলে জানিয়েছেন জুলাই যোদ্ধা সংসদের সদস্যরা।

সারাবাংলা/এএস/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর