ঢাকা: আজ শাহবাগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন জুলাই যোদ্ধারা। তাদের এ কর্মসূচি শাহবাগ জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে সচিবালয় পর্যন্ত এসে অবস্থান নেয়। সচিবালয়ের সামনে এলে পুলিশ তাদের বাধা দেয়।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টা থেকে শাহবাগে উপস্থিত হতে থাকেন মানববন্ধনকারীরা এবং পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী জাদুঘরের সামনে জড়ো হতে শুরু করেন জুলাই যোদ্ধারা।
পরে সচিবালয়ের ৫ নম্বর গেটের সামনে বিক্ষোভ মিছিল নিয়ে যান তারা। সেখানে নিজেদের অবদানের পাশাপাশি ন্যায্য দাবিসমূহ তুলে ধরেন জুলাই যোদ্ধারা। এ সময় পুলিশ বাধা দেয় তাদের।
এদিকে, বিক্ষোভকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রকৃতকর ঘটনা মোকাবিলায় মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সচিবালয়ের আশপাশের এলাকার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিক্ষোভকারীদের একটি স্মারকলিপি পেশ করার কথা রয়েছে বলে জানিয়েছেন জুলাই যোদ্ধা সংসদের সদস্যরা।