Monday 13 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ ইসলামী ব্যাংক একীভূতকরণে ক্ষতির গুজব ভিত্তিহীন: অর্থ মন্ত্রণালয়

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৫ ১৪:৩০ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১৫:৪৮

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাক: পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করার ক্ষেত্রে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

সোমবার (১৩ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলামের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্থ হবে মর্মে একটি স্বার্থান্বেষী মহলকর্তৃক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের স্বার্থের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করছে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো তথ্য সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন। অর্থ মন্ত্রণালয় সবাইকে এমন বিভ্রান্তিকর গুজবে বিশ্বাস না করতে ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।