Monday 13 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশব্যাপী আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সারাবাংলা ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫ ১৫:৩২

কুষ্টিয়ায় ফায়ার সার্ভিসের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন।

আজ ১৩ অক্টোবর, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় আলোচনা সভা, র‌্যালি ও মহড়ার মাধ্যমে দিনটি পালন করা হয়েছে।

সোমবার সকাল থেকেই জেলা প্রশাসনগুলোর উদ্যোগে দিনটির উদযাপন শুরু হয়।

কুষ্টিয়া:

কুষ্টিয়ায় সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে ও কুষ্টিয়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা, র‌্যালি ও মহড়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় দুর্যোগ প্রস্তুতি, ঝুঁকি লঘু করার কৌশল ও স্থানীয় কর্তৃপক্ষ ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাসহ জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে সংক্ষিপ্ত বক্তৃতা ও মতবিনিময় হয়।

বিজ্ঞাপন

দিবসটি উপলক্ষ্যে কুষ্টিয়া কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফায়ার সার্ভিসের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়। এতে দর্শকরা বাস্তবসম্মত পরিস্থিতিতে নার্সিং, উদ্ধৃতি ও অগ্নি নিবারণ কৌশল পর্যবেক্ষণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ রিজিবুল ইসলাম, ফায়ার সার্ভিসের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।

নওগাঁ:

নওগাঁয় সকাল সাড়ে ৯টায় সদর উপজেলা চত্বর থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

আলোচনা সভায় বক্তব্য দেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমানসহ প্রমুখ।

এসব কর্মসূচিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বেসরকারি সংস্থা রেড ক্রিসেন্ট, স্কাউট সদস্যরা অংশ নেয়।

টাঙ্গাইল:

টাঙ্গাইলে সকাল ১১টায় জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষ্যে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক শরীফা হক।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আখতারুজ্জামান, জেলা রেড ক্রিসেন্ট এর সাধারণ সম্পাদক জিয়াউল হক শাহীন, জেলা স্কাউট এর সাধারণ সম্পাদক আব্দুর জব্বার, এনজিও কর্মকর্তা ওমর ফারুক জোবায়ের প্রমুখ।

এ সময় জেলা প্রশাসক বলেন, ‘দুর্যোগের প্রধান দুটি দিক হলো প্রাকৃতিক দুর্যোগ এবং মানবসৃষ্ট দুর্যোগ। এই সব দুর্যোগ মোকাবিলায় আমাদের পূর্বে থেকে প্রস্তুতি নিতে হবে। দুর্যোগ পূর্ববর্তী প্রস্তুতি ভালো হলে দুর্যোগ মোকাবিলা করা সম্ভব হবে।’

তিনি জানান, বেশি করে গাছপালা কেটে ফেলার কারণে পরিবেশ বিপর্যয় নেমে আসছে। অন্যদিকে বায়ুমন্ডলের ওজন স্তর কমে যাওয়ার ফলে প্রাকৃতিক দুর্যোগ প্রতিনিয়ত বাড়ছে। এখন সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হবে।

আলোচনা সভায় ফায়ার সার্ভিস, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট এর সদস্যসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে ভূমিকম্প ও অগ্নিকান্ত বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

এর আগে, সকালে বেলুন উড়িয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে জনসেবা চত্বর ঘুরে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর