Monday 13 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎নারী বিদ্বেষী হিসেবে উপস্থাপন করা সংগঠন ছাত্রশিবির না: শিবির সভাপতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৫ ১৫:৪৭ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১৭:৩৮

বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ছবি: সারাবাংলা

সাতক্ষীরা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ছাত্রশিবিরকে নারী বিদ্বেষী হিসেবে উপস্থাপন করা হয়, কিন্তু এটি সম্পূর্ণ ভিত্তিহীন প্রচারণা। ইসলাম নারীদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে, আর ছাত্রশিবির সেই মূল্যবোধই ছাত্রীবোনদের মাঝে ছড়িয়ে দেয়।

সোমবার (১৩ অক্টোবর) সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবির ও শহর শাখার উদ্যোগে আয়োজিত ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জাহিদুল ইসলাম বলেন, ‘ছাত্রীদের অধিকার ও মর্যাদা রক্ষায় ছাত্রশিবির সব সময় ইতিবাচক ভূমিকা রাখছে। এমনকি হিন্দু-ভাইবোনদের সহায়তাতেও সংগঠনটি এগিয়ে এসেছে। গত পনের বছর ধরে যারা মুখে দেশপ্রেমের কথা বলেছে অথচ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে, খুন-গুমের রাজনীতি চালিয়েছে— ছাত্রশিবির তেমন দেশপ্রেমিক চায় না। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে জুলুম-নির্যাতন ও লুটপাট থাকবে না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবে রূপ দিতে তরুণ সমাজকেই এগিয়ে আসতে হবে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিবির সভাপতি বলেন, ‘ছাত্রশিবিরে যোগ দেওয়া কারও জন্য বাধ্যতামূলক নয়। তবে সংগঠনটি সম্পর্কে জানার সুযোগ সবার জন্য উন্মুক্ত। ক্যাম্পাসে এসে শিক্ষক ও অভিভাবকেরা পরামর্শ দেবেন, কিন্তু জীবনের মূল কাজগুলো করতে হবে নিজেরই। আমরা চাই, তোমরা যেন সফল ও সৎ দেশপ্রেমিক হিসেবে বেড়ে ওঠো।’

তিনি বলেন, ছাত্রশিবির তোমাকে স্বপ্ন দেখায়, লক্ষ্য নির্ধারণে সাহায্য করে এবং স্বপ্ন বাস্তবায়নের পথ দেখায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি কলেজ শাখা শিবিরের সভাপতি রফিকুল ইসলাম, সঞ্চালনা করেন সেক্রেটারি মাসুদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আবদুল খালেক, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারি সেক্রেটারি সহযোগী অধ্যাপক ওমর ফারুক, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান মো. মিয়ারাজ হোসাইন, ইংরেজি বিভাগের প্রধান ড. শাহিনুর রহমান, বুয়েটের শিক্ষার্থী ইরফান হাসান সাকিব, শহর শিবির সভাপতি আল মামুন, সাবেক সভাপতি খোরশেদ আলম, সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাবিবুর রহমান, শহর শিবিরের সেক্রেটারি মেহেদী হাসান, একাদশ শ্রেণির শিক্ষার্থী শানজিন নাহার শুভা, তাসনিম আলম প্রমুখ।

সারাবাংলা/জিজি