Monday 13 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিংড়িতে জেলি মিশিয়ে ওজন বাড়ানোয় ১ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৫ ১৬:১২ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১৭:৩৮

আটক মাছ ব্যবসায়ী মোহাম্মদ উদয়। ছবি: সংগৃহীত

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): চিংড়ি মাছে জেলি জাতীয় ভেজাল পদার্থ ঢুকিয়ে ওজন বাড়ানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক মাছ ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে অর্থদণ্ড অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার উচালিয়াপাড়া মোড় বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন।

ইউএনও জানান, বেশ কিছুদিন ধরে বাজারে চিংড়ি মাছে ভেজাল জেলি মেশানোর অভিযোগ পাওয়া যাচ্ছিল। অভিযানে দেখা যায়, মাছের ভেতরে কৃত্রিমভাবে ওজন বাড়াতে জেলি পুশ করা হয়েছে। এসব পদার্থ মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।

বিজ্ঞাপন

ঘটনাস্থল থেকে মোহাম্মদ উদয় নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তিনি উপজেলার বেপারীপাড়া এলাকার রজব আলী মিয়ার ছেলে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য হুমকিতে ফেলতে পারে এমন কোনো প্রতারণামূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। বাজারে ভেজালের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

নভেম্বরে গণভোট চায় জামায়াত
১৩ অক্টোবর ২০২৫ ১৭:২৪

আরো

সম্পর্কিত খবর