Monday 13 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দাবিতে খেলাফত মজলিসের নতুন কর্মসূচি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৫ ১৬:৩৯ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১৭:৩৮

ঢাকা: জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস তৃতীয় দফায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৪ অক্টোবর রাজধানী ঢাকাসহ (যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত) সকল বিভাগীয় শহরে এবং ১৫ অক্টোবর দেশের সকল জেলা শহরে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

সোমবার (১৩ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে সংগঠনের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এ কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত পাঁচ দফা দাবিগুলো হলো—

  • জুলাই সনদের অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন,
  • জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ,
  • আগামী নির্বাচনে প্রকৃত লেভেল-প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা,
  • জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং
  • জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন।

বিবৃতিতে তারা বলেন, ‘বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত পাঁচ দফা দাবির প্রতি দেশবাসী ব্যাপক সমর্থন জানিয়েছে। এই দাবিগুলো জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। তাই সরকারের উচিত অবিলম্বে এই দাবিগুলো মেনে নিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ সুগম করা।’

বিজ্ঞাপন

তারা আরও বলেন, ‘সরকার এখন পর্যন্ত উল্লিখিত দাবিগুলো মানেনি। তাই বাংলাদেশের সর্বস্তরের জনতাকে শান্তিপূর্ণভাবে রাজপথে থেকে দাবি আদায়ের আন্দোলন জোরদারের আহ্বান জানানো হচ্ছে।’

সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

নভেম্বরে গণভোট চায় জামায়াত
১৩ অক্টোবর ২০২৫ ১৭:২৪

আরো

সম্পর্কিত খবর