জামালপুর: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনাসহ খুন-গুমের নির্দেশদাতাদের অনেকেরই বিচারের রায় আগামী ডিসেম্বরের মধ্যে প্রকাশ হলে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে কোনো বাঁধা থাকতে পারে না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়েই অংশগ্রহন করবে।
এনসিপিকে শাপলা প্রতীক দিতে আইনগত কোনো বাঁধা নেই বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, জুলাই সনদের আইনগত ভিত্তি ছাড়া সরকারও নির্বাচনের দিকে যাবে না।
তিনি সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জামালপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় রাজনৈতিক দলগুলোর মধ্যে কাঁদা ছোঁড়াছুঁড়ি না করারও আহবান জানান এনসিপি নেতা সারজিস আলম।
জামালপুর জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এনসিপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।