Monday 13 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ দিন ধরে ওসিশূন্য বেনাপোল পোর্ট থানা, ওসি তদন্ত নেই ৫ বছর

লোকাল করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৫ ১৮:২০ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১৯:৪৭

বেনাপোল পোর্ট থানা। ছবি: সংগৃহীত

বেনাপোল: যশোরের সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানায় ২৫ দিন পার হয়ে গেলেও নতুন কাউকে ওসি (প্রশাসনিক) হিসেবে নিয়োগ দেওয়া হয়নি। যে কারনে বেনাপোল বন্দর এলাকার আইন-শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ওসি না থাকায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন এ থানার এসআই মানিক কুমার সাহা। একই থানায় তদন্ত ওসি নেই দীর্ঘ ৫ বছরের উপরে।

থানা সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর বন্দর থানা ওসি রাসেল মিয়া বদলি হন। এরপর ২৪ দিন পার হলেও বেনাপোল পোর্ট থানায় কোনো ওসি নিয়োগ দেওয়া হয়নি। এরপর এই থানা চলছে অভিভাবকহীন অবস্থায়। থানায় তদন্ত ওসির পোস্ট থাকলেও ৫ বছরের বেশি সময় ধরে এ থানায় কোনো তদন্ত ওসি নেই।

বিজ্ঞাপন

ওসি না থাকায় বেনাপোল পোর্ট থানার তিনটি ইউনিয়নের মানুষ আইন-শৃঙ্খলার অবনতিসহ নানা সমস্যায় পোর্ট থানায় নেমে এসেছে স্থবিরতা। কবে নাগাদ নতুন ওসি নিয়োগ হবে দায়িত্বরত ওসি কিছুই বলতে পারছেন না। এর ফলে চুরি, ছিনতাইসহ নানা অপকর্ম বেড়েই চলেছে। নতুন ওসি যোগদান না করলে সেখানে শুণ্যতা তৈরী হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখা কঠিন হয়ে পড়ে। এর ফলে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেতে পারে এবং জনসাধারনের মধ্যে নিরাপত্তহীনতা সৃষ্টি হতে পারে। থানা প্রধান না থাকায় অনেক জায়গায় চুরি, ছিনতাই, মারামারি হলেও তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না থানা কর্তৃপক্ষের।

সীমান্তের গুরুত্বপুর্ণ বেনাপোল পোর্ট থানা। ভারত সংলগ্ন থানা হওয়ায় এ অঞ্চলে চোরাচালানসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড হয়। সম্প্রতি থানায় ওসি, তদন্ত ওসি না থাকায় বেনাপোল চেকপোষ্টে প্রতারনা বেড়ে গেছে। দূর-দূরান্ত থেকে আসা পাসপোর্টযাত্রীদের বিভিন্নভাবে বুঝিয়ে চেকপোষ্ট এলাকায় প্রতিদিন ছিনতাই প্রতারনা হলেও দেখার কেউ নেই। দিন দিন এ অপরাধের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

প্রতারকরা ওসির বদলির কথা শোনার পর তাদের অপরাধমূলক কাজ আরো বাড়িয়ে দিয়েছে। তেমনি বিভিন্ন গ্রামেও এরকম অপরাধমূলক কর্মকাণ্ড চলছে। এছাড়া সম্প্রতি গাঁজা ফেনসিডিলের চালানও ভারত থেকে বেশি আসছে। আর দূর-দূরান্ত থেকে নেশার আশায় আসা তরুন যুবকরা বেনাপোলসহ পুটখালী, বারোপোতা ও শিকড়ী এলাকায় ভিড় জমাচ্ছে। কারন, এসব জায়গায় হাত বাড়ালে পাওয়া যায় নেশা জাতীয় মাদক।

নাভারন সার্কেলের সরকারি পুলিশ সুপার মোহাম্মদ আরিফ হোসেন বলেন, ডিআইজি অথবা এসপি যখন ভাল মনে করবেন তখন বেনাপোল থানায় ওসি দিবেন।