Monday 13 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৫ ১৮:২৭ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১৯:৪৭

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদা আক্তার। ছবি: সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়া: ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং যুব রেডক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের যৌথ আয়োজনে একটি দুর্যোগ প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বজ্রপাতসহ বিভিন্ন দুর্যোগ পরিস্থিতিতে করণীয় বিষয়গুলো বাস্তবচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের সেক্রেটারি মিজানুর রহমান এবং যুব প্রধান (ভারপ্রাপ্ত) ফাহিম মুনতাসির।

আলোচনায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সকলের মধ্যে সচেতনতা তৈরি ও প্রস্তুতির কোনো বিকল্প নেই। বিশেষ করে বজ্রপাত বর্তমানে একটি প্রাণঘাতী দুর্যোগে রূপ নিয়েছে। বজ্রপাতকালীন নিরাপদ আশ্রয় গ্রহণ, খোলা জায়গা এড়িয়ে চলা এবং প্রযুক্তির সচেতন ব্যবহার বিষয়ে জনসাধারণকে আরও সচেতন করতে হবে।

দিবসটি ঘিরে আয়োজিত বিভিন্ন কার্যক্রমে দুর্যোগ ঝুঁকি হ্রাসে সমন্বিত উদ্যোগের গুরুত্ব, তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ প্রচেষ্টার ভূমিকা তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর