Monday 13 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিবির অভিযানে ১৪ কোটি টাকার অবৈধ চায়না জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৫ ১৯:০১ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১৯:৪৬

প্রেস ব্রিফিংয়ে লে. কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান শিকদার। ছবি: সারাবাংলা

কুষ্টিয়া: কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় যৌথ অভিযানে প্রায় ১৪ কোটি টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। গত ১১ ও ১২ অক্টোবর লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে আশ্রায়ন বিওপি এলাকার চল্লিশপাড়া ও মদনের ঘাটে এই অভিযান চালানো হয়।

সোমবার (১৩ অক্টোবর) সন্ধায় এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

এসময় বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান শিকদার বলেন, গত এক বছরে যশোর রিজিয়ন স্বর্ণ, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে ব্যাপক সাফল্য অর্জন করেছে। এ সময়ের মধ্যে বিজিবি ১২২ কেজি স্বর্ণ, ৪০০ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ এবং ৪,৭৫২টি মানব পাচারবিরোধী সচেতনতামূলক সভা আয়োজন করেছে।

বিজ্ঞাপন

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ২০২৫ সাল থেকে এখন পর্যন্ত ১০৭ কোটি টাকার মাদক, অস্ত্র ও চোরাচালান দ্রব্য জব্দ করেছে এবং ৪৯ কোটি টাকার অবৈধ জাল ধ্বংস করেছে। সর্বশেষ এই অভিযানে ব্যাটালিয়নটি প্রমাণ করেছে যে, তারা শুধু সীমান্ত পাহারায় নয়, জাতীয় সম্পদ ও নদীর জীববৈচিত্র্য রক্ষায়ও অগ্রণী ভূমিকা পালন করছে।

প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দকৃত অবৈধ জালগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিধি মোতাবেক জনসম্মুখে ধ্বংস করা হবে।

অভিযানে অংশ নেওয়া বিজিবি কর্মকর্তারা বলেন, কুষ্টিয়া ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও মাদক ও অবৈধ চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ভবিষ্যতেও বিজিবি জনগণের পাশে থেকে দেশের সার্বিক নিরাপত্তা ও জনস্বার্থে কাজ করবে।

সারাবাংলা/জিজি