রংপুর: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ২০২৪ সালের জুলাইয়ে আমরা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদকে পরাজিত করেছি এটাই আমাদের সবচেয়ে বড় বিজয়। আমার ব্যক্তিগত জীবনে কোনো চাওয়া-পাওয়া নেই, শুধু মানুষের ও এলাকার উন্নয়নই আমার একমাত্র আকাঙ্ক্ষা। এই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি।
সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় রংপুরের পীরগাছা উপজেলার বিভিন্ন হাট-বাজারে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
গণসংযোগে তিনি বলেন, রংপুর দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। কাউনিয়া ও পীরগাছাও এই বঞ্চনার শিকার। গত ১৬ বছরে যে উন্নয়নের কথা শুনেছি, তা এখানে বাস্তবে দেখা যায়নি। আগামী নির্বাচনে এলাকার মানুষ উন্নয়নের স্বার্থে এনসিপি ও আমাদের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করবেন, এই বিশ্বাস আমার আছে। মানুষ তাদের যোগ্য প্রতিনিধি চান এবং আমি গণসংযোগে তাদের ব্যাপক সমর্থন পাচ্ছি। আশা করি, নির্বাচনে ভালো ফল হবে।
গত শনিবার রংপুর সফরে এসে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে এনসিপি’র প্রার্থী হিসেবে আখতার হোসেন তৃণমূলের মানুষের সঙ্গে গণসংযোগ চালাচ্ছেন। পীরগাছার ইটাকুমারী ও ছাওলা ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় উঠান বৈঠকে তিনি সাধারণ মানুষের কথা মনোযোগ দিয়ে শুনছেন। কখনো করমর্দন, কখনো বুকে জড়িয়ে ধরে তিনি স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করছেন। এর আগেও তিনি এই এলাকায় দুই শতাধিক ভ্যান নিয়ে গণসংযোগ করেছেন, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
দলীয় সূত্র জানায়, গত ১ জুলাই রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র পথসভায় এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম আখতার হোসেনকে রংপুর-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন। এই ঘোষণার পর থেকে আখতার হোসেন তৃণমূলের মানুষের কাছে পৌঁছে তাদের আশা-আকাঙ্ক্ষা জানার চেষ্টা করছেন। গণসংযোগে তার সঙ্গে ছিলেন এনসিপি’র উপজেলা প্রধান সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুনসহ দলের নেতাকর্মীরা।