Monday 13 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাসড়কে গাড়ি রাখতে নিষেধ করায় পুলিশ কনস্টেবলের ওপর হামলা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৫ ১৯:১৩ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ২০:৪৫

মহাসড়কে গাড়ি রাখতে নিষেধ করায় পুলিশ কনস্টেবলের ওপর হামলা। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: জেলার সাতকানিয়া উপজেলায় এক পুলিশ কনস্টেবল মারধরের শিকার হয়েছেন। এতে তার মাথা ফেটে গেছে। পুলিশ জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কাভার্ডভ্যান রাখতে নিষেধ করায় তার ওপর হামলার ঘটনা ঘটে।

সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার কেরাণীহাট এলাকায় সাতকানিয়া-বান্দরবান সড়কের প্রবেশমুখে হক টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ কনস্টেবল মো. আজাদ উদ্দিন (৩৮) বর্তমানে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। তিনি সাতকানিয়া কেরাণীহাট ট্রাফিক পুলিশ বক্সে কর্মরত আছেন। তার বাড়ি লক্ষ্মীপুর জেলায়।

এ ঘটনায় পুলিশ আবু বক্কর (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে। তার বাড়ি সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নে। তিনি হক টাওয়ারের নিচতলার একটি স্টেশনারি দোকানের কর্মচারী বলে জানা গেছে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে হক টাওয়ারের সামনে মহাসড়কের একপাশে কাভার্ডভ্যান রেখে একটি স্টেশনারি দোকানে পণ্য সরবরাহ করা হচ্ছিল। ব্যস্ততম মহাসড়কে যানজটের সম্ভাবনা থাকায় পুলিশ কনস্টেবল আজাদ সেখানে গিয়ে কাভার্ডভ্যানটি সরিয়ে নেওয়ার জন্য বলেন। তখন আজাদের সঙ্গে কাভার্ডভ্যানের চালক-সহকারী ও স্টেশনারি দোকানের লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাওসার সারাবাংলাকে বলেন, ‘কথা কাটাকাটির এক পর্যায়ে দোকান কর্মচারী আবু বক্কর লোহার টুল দিয়ে আজাদের মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে যায়। এ সময় তাকে মারধরও করা হয়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। স্থানীয় লোকজনের সহযোগিতায় আবু বক্করকে আটক করি। আহত কনস্টেবল আজাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।’

এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে ওসি আবু মাহমুদ কাওসার জানিয়েছেন।

এদিকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান, আহত পুলিশ কনস্টেবলের মাথায় দুটি সেলাই দিতে হয়েছে। আর আঘাত গুরুতর হওয়ায় তাকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সারাবাংলা/আরডি/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর