Monday 13 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সচিবালয় অভিমুখে ‘লং মার্চ’ ঘোষণা শিক্ষকদের

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৫ ১৯:৪১ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ২০:৪৪

কেন্দ্রীয় শহিদ মিনারে আন্দোলনকারী শিক্ষকরা।

ঢাকা: ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতাসহ তিন দাবিতে সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় কেন্দ্রীয় শহিদ মিনার থেকে সচিবালয় অভিমুখে লং মার্চ করা হবে। সেই সঙ্গে কর্মবিরতিও চলমান থাকবে।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শিক্ষকদের পক্ষ থেকে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

তিনি বলেন, ‘আজ রাতের মধ্যে যদি প্রজ্ঞাপন বা কোনো ঘোষণা না দেওয়া হয়, তাহলে সচিবালয় অভিমুখে লং মার্চ ও চলমান কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি চলবে।’

বিজ্ঞাপন

দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘মন্ত্রী-উপদেষ্টাদের ছেলে-মেয়েরা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ে না। তাই তাদের কোনো চিন্তাও নেই। আমরা দীর্ঘদিন বঞ্চিত। এভাবে আর নয়। এবার দাবি আদায় করেই ঘরে ফিরবেন শিক্ষকরা।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর