Monday 13 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নলছিটিতে বিএনপির উঠান বৈঠক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৫ ২০:৩৩

উঠান বৈঠকে বক্তব্য দিচ্ছেন অ্যাড. মো. শাহাদাত হোসেন। ছবি: সারাবাংলা

‎‎বরিশাল: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফায় নারীদের অধিকার সুনিশ্চিত করতে ঝালকাঠির নলছিটিতে অভিহিতকরণ সভা ও উঠান বৈঠক করেছে বিএনপি।

‎শনিবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার দপদপিয়া ইউনিয়নের চর কয়া এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. শাহাদাত হোসেন। ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নান্টু মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথি ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম গাজী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাড. মো. মিজানুর রহমান মুবিন।

বিজ্ঞাপন

উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আনিসুজ্জামান চপল, ঝালকাঠি পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আ. রাজ্জাক রনি, নলছিটি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলি বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মো. মাসুম শরিফ, সরদার মো. মহিউদ্দিন মঈন, দপদপিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম রিমন আকনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

‎প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাড. মো. শাহাদাত হোসেন বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফায় মা-বোন, কৃষক-শ্রমিক ও খেটে খাওয়া মানুষের উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই ৩১ দফার ভিত্তিতে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর রাষ্ট্র পরিচালিত হবে। এতে করে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের অধিকার ও মর্যাদা বৃদ্ধি পাবে এবং দেশ গঠনে তাদের কার্যকর ভূমিকা থাকবে।

উঠান বৈঠক শেষে অ্যাড. শাহাদাত হোসেন ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর