Monday 13 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিটারে সয়াবিন তেলের দাম বাড়ল ৬ টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৫ ২০:২১ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ২১:৫৯

সয়াবিন তেল

ঢাকা: আবারও বাড়লো সয়াবিন তেলের দাম। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৬ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। একইসঙ্গে খোলা সয়াবিন লিটারে ৩ টাকা ও পাম অয়েলের দাম লিটারে ১৩ টাকা বাড়ানোর ঘোষণা এসেছে।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা থেকে বাড়িয়ে ১৯৫ টাকা, খোলা সয়াবিনের দাম ৩ টাকা বাড়িয়ে ১৭৭ টাকা এবং পাম তেলের দাম ১৩ টাকা বাড়িয়ে ১৬৩ টাকা করা হয়েছে। ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৪৫ টাকা।

বিজ্ঞাপন

জানা গেছে, গত আগস্টে ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে সরকার ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। প্রতি লিটার সয়াবিন তেলে ব্যবসায়ীরা ১০ টাকা দাম বাড়ানোর প্রস্তাব করেন। তবে বাণিজ্য মন্ত্রণালয় তাদের মাত্র এক টাকা বাড়ানোর অনুমতি দিয়েছিল। এতে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হন এবং সরকারের নির্দেশনা অনুযায়ী তখন নতুন দাম জানাননি তারা। নতুন করে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের মাধ্যমে ব্যবসায়ীরা দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে, নতুন দাম বৃদ্ধির আগে গত এক বছরের ব্যবধানে সয়াবিন তেলের দাম লিটারে প্রায় ১৩ শতাংশ। গেল বছরের ১৩ অক্টোবর প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬৫ থেকে ১৭০ টাকায় বিক্রি হলেও চলতি বছরের ১৩ অক্টোবর বিক্রি হয়েছে ১৮৮ থেকে ১৯০ টাকা লিটারে। আর এক বছরে লুজ সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারে সাড়ে ১৪ শতাংশ পর্যন্ত।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর