Monday 13 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর সীমান্তে নয় মাসে আটক ৫০১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৫ ২২:২২ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ২৩:৪৮

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান। ছবি: সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জসহ রংপুর রিজিয়নের সীমান্তে গত ৯ মাসে বিভিন্ন অপতৎপরতার অভিযোগে ৫০১ জনকে আটক করা হয়েছে। এ সময় প্রায় ৬০ কোটি টাকার বিভিন্ন অবৈধ মালামাল জব্দ করা হয়।

সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১ টায় চাঁপাইনবাবগঞ্জে বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের প্রেস ব্রিফিংয়ে এক কথা জানানো হয়।

এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিজিবির ৫৩ ব্যাটালিয়ন। এতে বক্তব্য দেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বিজিবির রংপুর উত্তর-পশ্চিম রিজিয়নের ১৫টি ব্যাটালিয়ন সীমান্তের যেকোনো অপতৎপরতাসহ অস্ত্র-গোলাবারুদ ও মাদক চোরাচালান প্রতিরোধে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। গত নয় মাসে উত্তর-পশ্চিম রিজিয়নের বিভিন্ন সীমান্তে অপতৎপরতার অভিযোগে ৫০১ জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ৬০ কোটি টাকার অস্ত্র-গোলাবারুদ, মাদকসহ অন্যান্য অবৈধ মালামাল।

বিজ্ঞাপন

সীমান্তবর্তী নদীর ইলিশ সংরক্ষনেও বিজিবি ভুমিকা রাখছে বলে জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর