Monday 13 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দর্শনা থেকে ৪ কেজি গাঁজাসহ এক ব্যক্তি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ০০:১২

আটক মাগরিব আলী

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় চার কেজি গাঁজাসহ মাগরিব আলী (৪৪) নামে এক ব্যক্তিতে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) উপজেলার দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর থেকে তাকে আটক করা হয়।

আটক মাগরিব আলী দর্শনার জয়নগর প্রথম পাড়ার মরহুম আজাদ আলীর ছেলে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন সকাল আনুমানিক ১০টার দিকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাগরিবকে আটক করা হয়।

এ সময় তার কাছে থাকা ব্যাগ থেকে ৪ কেজি ওজনের গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধার করা গাঁজার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

মাগরিব আলীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর