গাজীপুর: ফের ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগে শফিকুর রহমান নামের সেই কসাইকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ অক্টোবর) সকালে গাজীপুর সদর উপজেলার পূবাইল থানার হায়দরাবাদ এলাকায় অভিযান চলাকালে তাকে জরিমানা করা হয়।
গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহীন মিয়া জানান, কসাই শফিকুর দীর্ঘদিন ধরে ওই এলাকায় ঘোড়া জবাই করে মাংস বিক্রি করে আসছিলেন। বিষয়টি জানাজানি হওয়ার পর জেলা প্রশাসনের অভিযানে তার ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছিল। সে সময় তিনি ভবিষ্যতে ঘোড়ার মাংস বিক্রি করবেন না বলে মুচলেকা দেন।
তবে সাম্প্রতিক সময়ে আবারও তিনি ঘোড়ার মাংস বিক্রি শুরু করেন। সোমবার সকালে স্থানীয়রা ঘোড়া জবাইয়ের ঘটনা দেখতে পেয়ে পূবাইল থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শফিকুর রহমানকে আটক করে এবং ১০-১২টি ঘোড়া ও জবাই করা মাংস জব্দ করে।
খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের নেতৃত্বে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ ঘটনাস্থলে অভিযান চালায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শফিকুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয় সূত্র জানায়, শফিকুরের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র প্রতিদিন ১০ থেকে ১৫টি ঘোড়া জবাই করে গাজীপুর ও ঢাকার বিভিন্ন রেস্তোরাঁয় মাংস সরবরাহ করত। ওই মাংস গরুর মাংস হিসেবে বিক্রি হতো বলে অভিযোগ রয়েছে। স্থানীয় এক প্রভাবশালী রাজনৈতিক নেতার আশ্রয়ে তিনি দীর্ঘদিন ধরে এ ব্যবসা চালিয়ে আসছিলেন বলে জানা গেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান জানান, ঘোড়ার মাংস বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। এই ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।