ঢাকা: রাজধানীর কলাবাগান এলাকায় স্ত্রী হত্যার পর মরদেহ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সোমবার (১৩ অক্টোবর) রাতে কলাবাগানের প্রথম লেন লন্ডন কলেজের পাশে একটি বাসা থেকে তাসলিমা আক্তার (৪০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে স্বামী নজরুল ইসলাম স্ত্রীকে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে ডিপ ফ্রিজে লুকিয়ে রাখে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, “মরদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখা হয়েছে।”
ওসি আরও বলেন, ঘটনার রাতে তাসলিমার দুই মেয়ে মাকে খুঁজে না পেয়ে ও বাবার অস্বাভাবিক আচরণে সন্দেহ করেন। পরে আত্মীয়স্বজনদের সহযোগিতায় বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ বাসায় গিয়ে খোঁজাখুঁজি চালায়। একপর্যায়ে ডিপ ফ্রিজ খুলে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পর থেকে নজরুল ইসলাম পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি ফজলে আশিক।
নিহত তাসলিমা আক্তারের গ্রামের বাড়ি গাজীপুরে। তার বাবার নাম মো. সিরাজ মিয়া। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় সিআইডি ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পুলিশের একাধিক টিম হত্যাকাণ্ডের কারণ ও পলাতক স্বামীকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে।