Monday 13 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফয়েজ আহমদ তৈয়্যবের পোস্ট
জুয়ার বিজ্ঞাপন বন্ধ না করলে বাংলাদেশে বন্ধ হতে পারে ‘ক্রিকইনফো’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ০১:৪৩ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ০২:১৬

টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব ও ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: দেশের সাইবার স্পেসে সবচেয়ে বেশি জুয়ার বিজ্ঞাপন দেয় ক্রিকইনফো। জুয়ার বিজ্ঞাপন বন্ধ না করলে বাংলাদেশে এই সাইটিটি বন্ধ হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব।

সোমবার দিবাগত রাত (১৪ অক্টোবর) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।

ফয়েজ আহমদ ফেসবুকে লিখেন, ‘এককভাবে বাংলাদেশের সাইবার স্পেসে সবচেয়ে বেশি জুয়ার বিজ্ঞাপন দেয় ক্রিকইনফো ডটকম।’ তিনি লিখেন, অনলাইন জুয়া, এর প্রচার-প্রচারণা বিজ্ঞাপন ইত্যাদি বাংলাদেশের সাইবার সুরক্ষা আইন ২০২৫ এ নিষিদ্ধ।’

বিজ্ঞাপন

ফয়েজ তৈয়্যব লিখেছেন, ‘আমরা অস্ট্রেলিয়া ইংল্যান্ডসহ বেশ কিছু ক্রিকেট প্লেইং দেশের ক্রিকইনফো অ্যাডভার্টাইজমেন্ট স্টাডি করে দেখেছি সেখানে অনলাইন জুয়ার বিজ্ঞাপন শতভাগ অনুপস্থিত।’

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি লিখেছেন, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি ক্রিকইনফোকে এ বিষয়ে ইমেইল পাঠিয়েছে। এবং পরবর্তীতে তাদেরকে ডাকযোগে রেজিস্টার চিঠি পাঠানো হবে।
একদিকে অবৈধভাবে জুয়ার বিজ্ঞাপন দিয়ে আইন ভঙ্গ করছে ক্রিকইনফো, অন্যদিকে জুয়ার বিজ্ঞাপন থেকে আয়ের উপর আয়কর কিংবা ভ্যাট হিসাবে বাংলাদেশকে কোনো অর্থ দেয়নি আইন পাশের আগে-পরে।

প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী লিখেছেন, জুয়ার বিজ্ঞাপন বন্ধ না করলে বাংলাদেশে ক্রিকইনফো ব্লক করার বিষয়টি বিবেচনা করা উচিত হবে কিনা, এই বিষয়ে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি জনমত সংগ্রহ করবে।

প্রসঙ্গত, ‘ক্রিকইনফো’ বর্তমানে ‘ইএসপিএন ক্রিকইনফো’ নামে পরিচিত, বিশ্বের অন্যতম জনপ্রিয় অনলাইন ক্রিকেট তথ্যভাণ্ডার ও সংবাদমাধ্যম। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এই প্ল্যাটফর্মটি আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের লাইভ স্কোর, পরিসংখ্যান, বিশ্লেষণ এবং খেলোয়াড়দের প্রোফাইল সরবরাহ করে আসছে। এটি ক্রিকেটপ্রেমীদের জন্য নির্ভরযোগ্য উৎস হিসেবে খ্যাত, যেখানে পাওয়া যায় বল-বাই-বল কমেন্ট্রি, র‍্যাঙ্কিং, রেকর্ড ও সর্বশেষ সংবাদ। ইএসপিএনের অধীনে পরিচালিত এই ওয়েবসাইটটি ক্রিকেট সাংবাদিকতা ও তথ্যপ্রযুক্তির সফল সংমিশ্রণ হিসেবে বিশ্বজুড়ে কোটি দর্শকের আস্থা অর্জন করেছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর