Tuesday 14 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেরোবিতে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষ, ৮ শিক্ষার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ০৮:৫৫

মধ্যরাতে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে জরুরি সভায় ৮ শিক্ষার্থীকে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।।

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্রে করে সংঘটিত সহিংসতার ঘটনায় আটজন শিক্ষার্থীকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মঙ্গলবার মধ্যরাত ৪টার দিকে জরুরি বৈঠকের সভার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, গত সোমবার (১৩ অক্টোবর) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে পরিসংখ্যান ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে মার্কেটিং বিভাগের একদল শিক্ষার্থী পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। সংঘর্ষের সময় পরিসংখ্যান বিভাগের এক শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইউসুফ উলটো হামলার শিকার হন।

বিজ্ঞাপন

ঘটনার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তিন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের শুনানি ও সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই শেষে রাত ৪টার দিকে আট শিক্ষার্থীকে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন—সাফায়েত শুভ (১৬ ব্যাচ), শাহরিয়ার অপু (১৬ ব্যাচ), সজীব (১৬ ব্যাচ), সৌরভ (১৬ ব্যাচ), নাজমুজ সাকিব (১৬ ব্যাচ), রোহান সরকার (১৬ ব্যাচ), জিহাদ (১৬ ব্যাচ), আশরাফুল (১৪ ব্যাচ)।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, চলমান তদন্তের ফলাফলের ভিত্তিতে বহিষ্কৃতদের এই তালিকা পরিবর্তিত হতে পারে। এরইমধ্যে ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা পুনরুদ্ধারে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সচেতনতামূলক আলোচনাও চলমান রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর