Tuesday 14 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ত্রসহ সুন্দরবনের ডাকাত ছোটন বাহিনীর সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ০৯:৩৬

আটক ডাকাত সাগর শেখ।

 বাগেরহাট: সুন্দরবনের ডাকাত ছোটন বাহিনীর এক সহযোগী অস্ত্র ও গোলাবারুদসহ আটক হয়েছে। কোস্ট গার্ড ও নৌ বাহিনীর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ছোটন বাহিনী খুলনার জেলার কয়রার রায়নদী সংলগ্ন খাশিটানা খাল এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার কোস্ট গার্ড স্টেশন এবং নৌ বাহিনী কন্টিনজেন্ট উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা করে। অভিযান চলাকালীন আভিযানিক দল ডাকাতদের ধাওয়া করে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ এবং তিন রাউন্ড ফাঁকা কার্তুজসহ ছোটন বাহিনীর এক সহযোগীকে আটক করে তারা।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ডাকাত সহযোগী সাগর শেখ (নব মুসলিম) ওরফে জয় শীল (৪১) খুলনা জেলার কয়রার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবৎ ছোটন বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন।

জব্দ অস্ত্র ও গোলাবারুদ এবং আটক আসামির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।