Tuesday 14 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুক্রবার থেকে দেশের ২৯ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ১১:২৬ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১৪:০০

বৃষ্টি। ছবি: সারাবাংলা

ঢাকা: আগামী ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত দেশের মোট ২৯টি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। মূলত উপকূলীয় ও পূর্বাঞ্চলীয় অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বিডব্লিউওটির তথ্য অনুযায়ী, কক্সবাজার ও বান্দরবান জেলায় মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। এই দুই জেলার পাশাপাশি পার্শ্ববর্তী এলাকাগুলোতেও বৃষ্টির প্রভাব পড়বে। সংস্থাটি জানিয়েছে, এসব এলাকায় মাঝে মাঝে মেঘলা আকাশ ও বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত যে জেলাগুলোয় বৃষ্টি হতে পারে—

চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কুমিল্লা, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, নড়াইল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, পটুয়াখালী ও ভোলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

তবে এসব জেলার সব এলাকায় একযোগে বৃষ্টি নাও হতে পারে; নির্দিষ্ট অঞ্চলে সামান্য সময়ের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

বিডব্লিউওটি বলছে, কক্সবাজার ও বান্দরবানসহ পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় স্থানীয় প্রশাসন ও জনগণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে পাহাড়ি ঢল বা আকস্মিক জলাবদ্ধতার ঝুঁকি থাকতে পারে বলে উল্লেখ করেছে সংস্থাট।

এদিকে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ রাজধানী ঢাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং বাতাস দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮–১২ কিলোমিটার বেগে বইতে পারে।

সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ৮৬ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস।

অক্টোবরের দ্বিতীয়ার্ধে মৌসুমি প্রভাব হ্রাস পেলেও দেশের পূর্ব ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতা আবারও দেখা দিচ্ছে।

আবহাওয়াবিদদের মতে, এটি মৌসুমি বায়ুর শেষ দিকের স্বাভাবিক প্রভাব। তাই কৃষক ও উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো