Tuesday 14 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাটে দিঘি থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ১১:৪০ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১৪:০০

দশানি পচা দীঘির পাড়ে নিহতের মরদেহ।

বাগেরহাট: বাগেরহাটের দশানি পচা দিঘি থেকে সুমন্ত বিশ্বাস (৪৫) নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এলাকাবাসী দিঘিতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ উল হাসান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সুমন্ত বিশ্বাস বাগেরহাটের চিতলমারি উপজেলার বাবুগঞ্জ গ্রামের মৃত সতীশচন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। বাগেরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলজিইডির মোড় এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন তিনি।

বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ উল হাসান জানান, সোমবার বাগেরহাট সদরের বাদেকারাপাড়া এলাকার রফিকুল ইসলামের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন সুমন্ত বিশ্বাস। দুপুরের দিকে খাবার খাওয়ার কথা বলে বের হলে আর ফিরেননি তিনি। এরপর থেকে তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়।

বিজ্ঞাপন

সকালে পচা দিঘিতে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ মরদেহ উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে, তার শরীরে এখন পর্যন্ত কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর তার মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর