Friday 16 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত আমিরের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ১১:৪৮ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১৪:৪৪

জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত মি. ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার।

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মি. ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরাস্থ জামায়াত আমিরের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও এক ব্রেকফাস্ট বৈঠকে মিলিত হন।

ডেপুটি অ্যাম্বাসেডর মি. আন্দের্স বি. কার্লসেন বৈঠকে উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমিরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, আমিরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

বিজ্ঞাপন

তারা উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা করেছেন বলে জানিয়েছেন এহসানুল মাহবুব জুবায়ের।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর