Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কসবায় নবজাতকের পলিথিনে মোড়ানো মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ১৩:২৫

রেললাইনের পাশে একটি লাল রঙের পলিথিন ব্যাগে মিলে ওই নবজাতকের মরদেহ।

ব্রাহ্মণবাড়িয়া: জেলার কসবায় রেললাইনের পাশে ফেলে রাখা একটি পলিথিন ব্যাগ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে কসবা উপজেলার মন্দভাগ রেলওয়ে স্টেশন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের পাশে একটি লাল রঙের পলিথিন ব্যাগকে ঘিরে কয়েকটি কুকুর চিৎকার করছিল। এতে পথচারীদের সন্দেহ হয় এবং তারা ব্যাগটির কাছে গিয়ে খুলে দেখেন, এর ভেতরে একটি নবজাতকের মরদেহ। পরে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়।

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. শফিকুল ইসলাম বলেন, ‘ধারণা করা হচ্ছে, নবজাতকটির জন্ম সোমবারই হয়েছে। তবে সে জন্মের সময় মৃত ছিল, নাকি জন্মের পর মারা গেছে, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই বিষয়টি স্পষ্ট হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা নবজাতকটিকে সেখানে ফেলে গেছে, সে বিষয়ে তদন্ত চলছে।

বিজ্ঞাপন

বিইউবিটি রিসার্চ উইক শুরু
২৬ জানুয়ারি ২০২৬ ২০:৪৩

আরো

সম্পর্কিত খবর