Tuesday 14 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা প্রচার করছে: রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ১৪:৫২ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১৫:৪৬

আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী।

ঢাকা: জামায়াত ইসলামী ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা প্রচার চালানোর জন্য একটি বিশেষ বাহিনী গঠন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী। তিনি অভিযোগ করে বলেন, দলটি মধ্যযুগীয় পাদ্রিদের মতো মানুষের আধ্যাত্মিক বিশ্বাসকে ব্যবহার করে ভোটকে বেহেশতে যাওয়ার সরল পথ হিসেবে দেখাচ্ছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, “ভোট দিলে বেহেশতে যাওয়া সহজ হবে, এমন প্রচারণা মানুষের সঙ্গে প্রতারণা। জামায়াত নিজেদের ক্ষোভের জোড়ে পিআর চাপিয়ে দিতে চাচ্ছে এবং নির্বাচনকে ভণ্ডুল করার ষড়যন্ত্র করছে। সাধারণ মানুষ পিআর সম্পর্কে জানে না।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, যারা নভেম্বরে গণভোটের কথা বলছেন, তাদের একটি মাস্টারপ্ল্যান রয়েছে। তারা শর্ত আরোপ করে জনগণকে বিভ্রান্ত করে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে চায়।

রিজভী দাবি করেন, জামায়াত এখনও আওয়ামী লীগের ভোটের উপর নির্ভর করে চলতে ভালোবাসে এবং শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামের মৌলিক নীতির বাইরে কথা বলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর