Tuesday 14 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরকে প্রদেশ ঘোষণার দাবিতে ৯ দফা পেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ১৫:১১ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১৭:০৯

৯ দফা পেশ করছেন আমিন উদ্দিন বিএসসি। ছবি: সারাবাংলা

রংপুর: রংপুরকে আলাদা প্রদেশ ঘোষণা করে একজন মুখ্যমন্ত্রী ও ৯ সদস্যের প্রাদেশিক সরকার গঠনসহ ৯ দাবিতে সংবাদ সম্মেলন করেছে রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদ। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর জুলাই চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি বলেন, ‘আমরা গত ২০ বছর ধরে রংপুরকে প্রদেশসহ সারাদেশের আটটি বিভাগকে প্রদেশ করার দাবিতে আন্দোলন করে আসছি। রংপুরের মানুষ সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, শিক্ষা, চিকিৎসা ও চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার। জুলাই আন্দোলনের পর শাসন কাঠামো ও পদ্ধতি পরিবর্তনের ঐতিহাসিক সুযোগ এসেছে। তাই উপনিবেশিক শাসনের বিপরীতে স্বাধীন দেশের উপযোগী রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের জন্য রাজনৈতিক দলের সঙ্গে শ্রম, কর্মজীবী ও সমাজশক্তির সাংবিধানিক অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এককেন্দ্রিক সরকারের বৈষম্যমূলক বাজেট নীতিতে ৬৫ শতাংশ ব্যয় হয় ঢাকাকেন্দ্রিক, ২০ শতাংশ চট্টগ্রামকেন্দ্রিক এবং বাকি মাত্র ১৫ শতাংশ সারাদেশে। এই বৈষম্য দূর করতে রংপুরসহ আটটি বিভাগকে প্রদেশ ঘোষণা, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, প্রাদেশিক সরকার ও পার্লামেন্ট, ফেডারেল সরকার গঠন, স্বশাসিত উপজেলা এবং এক ব্যক্তির দুই ভোটের বাস্তবায়ন জরুরি। এসব দাবি বাস্তবায়নের জন্য আমরা কঠোর আন্দোলনে যাবো।’

সম্মেলনে রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক ড. আব্দুস সাদেক জিহাদি, সাংগঠনিক সম্পাদক ছাদেকুর রহমান, যুগ্ম সম্পাদক মশিউর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিদ্যুতায়িত হয়ে তরুণীর মৃত্যু
১৪ অক্টোবর ২০২৫ ১৬:৪৭

আরো

সম্পর্কিত খবর