Tuesday 14 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অংশগ্রহণমূলক নির্বাচনি ইশতেহারের দাবিতে প্রতীকী মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ১৫:২৩ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১৫:৪৯

নাগরিক প্লাটফর্মের প্রতীকী মানববন্ধন। ছবি: সারাবাংলা

ময়মনসিংহ: অংশগ্রহণমূলক নির্বাচনি ইশতেহার প্রণয়নের দাবিতে ময়মনসিংহে প্রতীকী মানববন্ধন করেছে নাগরিক প্লাটফর্ম।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নগরীর টাউন হলের শহিদ মিনার প্রাঙ্গণে যুব ফোরামের সহযোগিতায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অংশগ্রহণকারীরা বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ডের মাধ্যমে ইশতেহারে অংশগ্রহণমূলক রাজনীতির কথা তুলে ধরেন।

মানববন্ধনে বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে শুধু প্রতিশ্রুতি না দিয়ে জনগণের বাস্তব চাহিদা ও মতামতের ভিত্তিতে ইশতেহার প্রণয়নের দাবি জানান।

এতে নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক রকিব হোসেন, সাংবাদিক অমিত রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর