Tuesday 14 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পিআর পদ্ধতিতে কাঙ্ক্ষিত মানের নির্বাচন দিতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ১৫:৩৬ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১৭:০৯

রাজধানীর শাপলা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মানববন্ধন কর্মসূচি।

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, জুলাই সনদে পিআর যুক্ত করে অবিলম্বে কাঙ্ক্ষিত মানের নির্বাচন দিতে হবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর শাপলা চত্বরে মানববন্ধন কর্মসূচি থেকে তিনি এ দাবি জানান।

জুলাই সনদে পিআর যুক্ত করে নির্বাচনের আগেই গণভোটসহ পাঁচ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের তৃতীয় ধাপের কর্মসূচির অংশ হিসেবে ঢাকার গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত এই মানবন্ধন আয়োজন করে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ।

গাজী আতাউর রহমান বলেন, ‘পিআর নিয়ে আলোচনায় প্রধান নির্বাচন কমিশনারসহ অনেকেই সংবিধানের দোহাই দেন। জুলাই সনদের অনেক বিষয়ও তো সংবিধানে নাই। তাহলে কি জুলাই সনদের বাস্তবায়নও সংবিধানের দোহাই দিয়ে বাধাগ্রস্থ করা হবে?’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সংবিধানের দোহাই দিয়ে মৌলিক সংস্কারকে বাধাগ্রস্ত করা যাবে না, জুলাই অভ্যুত্থানের চেতনাকে হত্যা করা যাবে না। সংবিধানের দোহাই দিয়ে যেন-তেন নির্বাচন জাতি মেনে নেবে না। বরং কাঙ্ক্ষিত মানের নির্বাচন হতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। এটা জনগণের দাবি।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র আরও বলেন, ‘তফসিল ঘোষণার আগেই জুলাই সনদের বিষয়ে গণভোট আয়োজন করতে হবে। তা নাহলে জুলাই সনদের বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে এমনকি জাতীয় নির্বাচনও সংকটাপন্ন হওয়ার আশংকা দেখা দিতে পারে।’

ঢাকার গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত এই মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর গাবতলী থেকে শাহবাগ পর্যন্ত এবং শাহবাগ থেকে যাত্রাবাড়ী পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণের নেতারা অংশ নেন।

শাপলা চত্তরের বক্তৃতা মঞ্চে আরও বক্তব্য দেন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারি মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাউয়ুম, মাওলানা কেফায়েতুল্লাহ কাশফি, বরকতুল্লাহ লতিফ, মাওলানা আরিফুল ইসলাম, মুফতি মোস্তফা কামাল, মাওলানা দেলওয়ার হোসাইন সাকি, মাওলানা লোকমান হোসাইন জাফরি, কে এম শরীয়াতুল্লাহ প্রমুখ।

বিজ্ঞাপন

বিদ্যুতায়িত হয়ে তরুণীর মৃত্যু
১৪ অক্টোবর ২০২৫ ১৬:৪৭

আরো

সম্পর্কিত খবর