ঢাকা: রাজধানীর মিরপুরের রূপনগরে একটি পোশাক কারখানা ও কেমিক্যালের গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনায় দগ্ধ হয়ে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আটজন। এদিকে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে না আসায় ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পোশাক কারখানার দ্বিতীয় তলা থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করেছেন। তবে প্রাথমিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
তিনি আরও বলেন, কেমিক্যাল গোডাউনের ভেতরে এখনো আগুন জ্বলছে। আমরা কাউকেই ভেতরে প্রবেশের অনুমতি দিচ্ছি না, এমনকি ফায়ার ফাইটারদেরও না। হিউম্যানলেস টেকনোলজি, ড্রোন এবং লুপ-৬০ গ্রাউন্ড মনিটরের মতো উন্নত যন্ত্রপাতি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণ ও সার্চিং কার্যক্রম চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’
এর আগে, মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে শিয়ালবাড়ীর কসমিক ফার্মা ও সরদার গার্মেন্টসে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ১১টা ৫৬ মিনিটে তাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও সাতটি গিয়ে মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বিকেল ৩টার দিকে বলেন, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। কেমিক্যাল গুদাম হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সাধ্যমত চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে।
এদিকে সরেজমিনে দেখা গেছে, বাইরে মানুষ ভীড় করছে। অনেকে স্বজনদের পাচ্ছেন না বলেও দাবি করেছেন।