Tuesday 14 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমাদের নেতাকর্মীরা এখন অন্তত রাতে ঘুমাতে পারছেন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ১৬:১৯ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১৭:০৮

বক্তব্য দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সারাবাংলা

ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী নির্বাচনের উপর দেশের অর্থনীতি ও রাজনীতি নির্ভর করছে। ফ্যাসিস্ট সরকারের শাসনামলে সামগ্রিকভাবে বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে নির্যাতিত হয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ঠাকুরগাঁও সদর উপজেলা ও রুহিয়া থনা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, প্রায় ৬০ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, তিন এমপিসহ ১৭০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমাদের নেতাকর্মীরা এখন অন্তত রাতে ঘুমাতে পারছেন। আমার ঠাকুরগাঁওয়ের অনেক নেতাকর্মী দীর্ঘ ১৫ বছরে কারাগারে থেকেছেন এবং মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন।‘ তাদের সহায়তা করার জন্য আইনজীবীদের ধন্যবাদ জানান তিনি।

জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর