চুয়াডাঙ্গা: ঢাকা কলেজে শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীদের ওপর দুষ্কৃতিকারীদের হামলা ও টিচার্স লাউঞ্জ ভাংচুরের ঘটনায় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে কর্মবিরতি পালন করেছে চুয়াডাঙ্গা সরকারি কলেজ শিক্ষকরা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ ক্যম্পাসে দিনব্যাপী কর্মবিরতি কর্মসূচি পালন করেন তারা।
চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ড.একেএম সাইফুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মবিরতিতে বক্তব্য দেন উপাধ্যক্ষ অধ্যাপক ফারজানা কেতকি, সহযোগী অধ্যাপক ফরহাদ আলী ও সহযোগী অধ্যাপক জাহিদুল ইসলাম ।
এসময় বক্তারা বলেন, কলেজ শিক্ষকদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নিতে হবে। নইলে কেন্দ্রীয়ভাবে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।