ঢাকা: খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার আগে জুলাই সনদ গণভোটে পাশ করাতে হবে, প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে এবং ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরদের বিচার করতে হবে।
অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় খেলাফত মজলিস ঢাকা মহানগরী শাখার উদ্যোগে জুলাই সনদের আইনি ভিত্তি, ফ্যাসিবাদের দোসরদের বিচার দৃশ্যমান ও প্রাথমিক বিদ্যালয় ধর্মীয় শিক্ষক নিয়োগসহ কেন্দ্র ঘোষিত ৬ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মহানগরী উত্তর সভাপতি অধ্যাপক সাইফুদ্দিন আহমদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
মহানগরী দক্ষিণ সাধারণ সম্পাদক মো আবুল হোসেন ও উত্তর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হকের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্মমহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, অধ্যাপক আবদুল জলিল, মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী নুর হোসেন, মহানগরী দক্ষিণ সহসভাপতি মাওলানা ফারুক আহমেদ ভূইয়া, মল্লিক মোহাম্মদ কেতাব আলী, সহসাধারণ সম্পাদক হুমায়ুন কবির আজাদ, কাজী আরিফুর রহমান, মুন্সী মোস্তাফিজুর রহমান ইরান, উত্তর শাখার সহসাধারণ সম্পাদক এনামুল হক হাসান, দক্ষিণ সাংগঠনিক সম্পাদক মাওলানা সরদার নেয়ামত উল্লাহ প্রমুখ।