বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় খালার বাড়ি বেড়াতে গিয়ে জান্নাতুল ইসলাম রাবেয়া (১৮) নামে এক তরুণী বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাবেয়া উজিরপুর উপজেলার কালিহাতা গ্রামের মিজানুর রহমানের মেয়ে। এ বিষয়ে আগৈলঝাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
নিহতের মা মুক্তা বেগম জানান, ‘আমি আমার মেয়ে রাবেয়াকে নিয়ে স্বামী বাড়ি থেকে প্রায় একমাস পূর্বে আগৈলঝাড়া উপজেলার শিহিপাসা গ্রামে বোন মাহমুদা খানমের বাড়ি বেড়াতে আসি। সোমবার সন্ধ্যা ৬টার দিকে বসত ঘরের জালানা বন্ধ করতে গিয়ে সেখানে ঝুলে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয় রাবেয়া। পরে স্থানীয়রা রাবেয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্য নিলে কর্তব্যরত চিকিৎসক ওকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরো জানান, ‘চার মাস আগে আমার মেয়ে রাবেয়ার সঙ্গে উপজেলার গৈলা গ্রামের মো. আল-আমিন সরদারের বিয়ের কথা পাকাপাকি হয়। আগামী মাসে আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা ছিল। আমার মেয়ের আর শ্বশুরবাড়ি যাওয়া হলো না।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) সুশংকর মল্লিক জানান, রাবেয়া বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।